মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। ড. মোঃ মনজুর-ই-খোদা তরফদার, ট্রেজারার এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার, ড.মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স, প্রফেসর ড. অসিম সরকার, সিন্ডিকেট সদস্য, এফআইইউ, ড. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রধান, সিইই এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Facebook Link: https://www.facebook.com/fiu.edu.bd/posts/pfbid0UDcgbzqUR2DdatYNkHhu9XZUZKcLjqXdRHVwUDWxg8Nso4V4zh7ijt66RykMMeuBl